বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান দেবীডুবা দূর্গা মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। প্রত্যেক ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
মন্দির কমিটির সভাপতি বাবু নৃপেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরেশ চন্দ্র রায় প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ চন্দ্র রায়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু সরকার, সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সিদ্দিক প্রধানসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, দেবীডুবা দূর্গা মন্দির ইউনিয়নের সবচেয়ে প্রাচীন দূর্গা মন্দির। আশপাশের কয়েকটি গ্রামের সনাতনী ভক্তরা নিয়মিতভাবে এ মন্দিরে পূজা-অর্চনা করে থাকেন।