বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে ৫২তম গ্রীষ্মকালীন (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রতিযোগিতার সদস্য সচিব মো. নজরুল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জোবায়রুল হক আমিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আঃ হাই, বিএমজিটিএ টাঙ্গাইল জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে.এম. শামীম, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শারীরিক শিক্ষাবিদ মো. গোলাম রায়হান বাপন, এ.এম. মাসুদ, আশরাফ আলী, আঃ মান্নান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জি.এম. ফারুক, মো. বদিউজ্জামান শিকদার, মো. রফিকুল ইসলাম মিয়া, মো. হোসনে আরা, মাহমুদা আক্তার শিখা, প্রদীপ চন্দ্র, মাওলানা আলী হায়দার, মাওলানা ওয়াহিদুজ্জামান রুহুল, মো. আশরাফুজ্জামানসহ আরও অনেকে।
সভায় প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত শিক্ষকদের মধ্য থেকে ৬টি উপকমিটি গঠন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার ভেন্যু নির্ধারণ করা হয়—
হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়
উপজেলা বিআরডিবি মাঠ
নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চ বিদ্যালয়
সাঁতারের জন্য উপজেলা পরিষদের পুকুর।
আগামী ২২ সেপ্টেম্বর উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন হবে। আর ২৪ সেপ্টেম্বর বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।