বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত খরা সহিষ্ণু, উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদী ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর এলাকায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র। অর্থায়ন করে বিনার "গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ" প্রকল্প এবং সহযোগিতা করে বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে ধানের নতুন জাতের বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি, সার ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা, ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিনার "গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ" প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার,বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমীন,উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান,বদলগাছী উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন,বালুভরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নাহিদ হাসনাত প্রমুখ।

এ সময় বালুভরা ইউনিয়নের কোমারপুর এলাকার অসংখ্য কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।