হাসান আলী(সবুজ):
রৌমারী উপজেলার বন্দরেড়, চর শৌলমারী এবং উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ১৭টি কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে ৪ দিন( ১৮-২১ তারিখ)ব্যাপী " দ্রুত আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ড এবং ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর্থিক ও কারিগরি সহায়তায় চর শৌলমারী ডিগ্রি কলেজ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাস মুরগি পালন, সবজি চাষ, মৎস চাষ এসবের রোগ প্রতিরোধ এবং তাঁতের কাজ, ক্ষুদ্র ব্যব্যসহ কিভাবে দ্রুত আয়-বৃদ্ধিমূলক কাজ করা যায় তার পরিপূর্ণ ধারনা প্রদান করা হয় প্রশিক্ষণ কর্মশালায়। এতে উপস্থিত ছিলেন চর শৌলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী,উপসহকারী কৃষি কর্মকর্তা আ:রব,চর শৌলমারী ইউনিয়নের তাঁত সমিতির সভাপতি আবু তালেব ফকির,টেকনিক্যাল অফিসার সোহেল রানা,ফিল্ড ফেসিলিটেটর নুর-ইসলাম,হাসান আলীসহ আরো অনেকেই।।