
মো: আল-আমিন ইসলাম , নীলফামারী:
জলঢাকা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক যেমন ডিমলা রোড ও ডালিয়া রোডে নিয়মবহির্ভূতভাবে অটো গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব সড়কে চলাচল করা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এ অবস্থার সবচেয়ে খারাপ দিক হলো, রংপুর বা অন্যত্র উন্নত চিকিৎসার জন্য রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলো এই যানজটে আটকে থাকে দীর্ঘ সময় ধরে। ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও কার্যকর কোনো নিয়ন্ত্রণ দেখা যায় না।
সড়কপথে চলাচলরত ব্যবসায়ী ও স্থানীয় দোকানদাররা জানান, "আমাদের দোকানের সামনে যত্রতত্র অটো গাড়ি পার্কিং করে রাখে। বাধা দিতে গেলে আমাদের গালিগালাজ করে। আমরা খুব অসহায় বোধ করি। চাই, জলঢাকা যানজটমুক্ত হোক।"
জনসচেতন মহল বলেন, "যে রাস্তায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না, সেখানে অবস্থা কতটা শোচনীয় তা সহজেই বোঝা যায়।"
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে জলঢাকা ও ডিমলা রোডে যান চলাচল নিয়ন্ত্রণে আনা না হলে পুরো উপজেলার মানুষকে দীর্ঘমেয়াদে ভোগান্তি পোহাতে হবে।