আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খুকনি ও জালালপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
গত (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার খুকনি ইউনিয়ন ও জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম. এ. মুহিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
খুকনি ও জালালপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহরিয়ার ইমন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব আহাম্মদ আলী সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের তালুকদার রিমন, যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হক এবং সদস্য শাহরিয়ার মামুন রাজু।
এর আগে সকালে স্থল ইউনিয়ন, সৌদিয়া ও চাঁদপুর ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উক্ত কর্মীসভায় সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আমিরুল ইসলাম আলীম এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম. এ. মুহিত।

কর্মীসভায় এনায়েতপুর থানা ইউনিটের ৪টি ইউনিয়নে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।