
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের তাড়াশে মাঠ কৃষকদের জন্য পুনর্জননশীল কৃষির উপর কনক্লেব কাম কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকালে এই প্রশিক্ষনের আয়োজন করে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)। প্রজ্ঞা সলুশনস এর সহযোগীতায় পারটিসিপেটরি এ্যাকশন ফর রেসিলেন্স,এডাবটেশন এন্ড নেচার বেজড সলুশন ‘প্রাণ’ প্রকল্পের মাধ্যমে বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে ১ব্যাচ মহিলা কৃষক ও ১ ব্যাচ পুরুষ কৃষদের নিয়ে এ প্রশিক্ষন করা হয়। জানাগেছে, সরকারী চাকুরীজীবি,স্থানীয় সরকার প্রতিনিধি,এনজিও প্রতিনিধিদের সমান্বয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রাণ প্রজেক্ট অফিসার মোঃ মহসীন আলী,সহকারী প্রজেক্ট অফিসার মোঃ নুরুল ইসলাম,এডিশনাল সিআরসিসহ সকল সিআরসিগন। এ প্রশিক্ষনে ২টি ব্যাচে ৩৫জন মেয়ে ও ৩৫জন ছেলে মোট ৭০জন অংশগ্রহন করে।