
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
"তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে"- সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এঁর গুরুত্বপূর্ণ সেমিফাইনাল খেলায় তাড়াশ উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছে সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ।
শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরে শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রায় ৩০ হাজারের মতো ফুটবল প্রেমি দর্শকের উপস্থিতিতে দূর্ধষ এ সেমিফাইনাল খেলায়এ প্রথমার্ধ খেলা ছিলো গোলশূন্য । টানটান উত্তেজনাপূর্ণ খেলার দ্বিতীয়ার্ধের শেষের দিক সময়ে তাড়াশ উপজেলার পক্ষে প্রথম একমাত্র গোল করেন-খেলোয়াড় জামিল। এরপর
সিরাজগঞ্জ পৌরসভা পক্ষে গোল করেন, দুর্জয় লাল, গাম্বিয়ান খেলোয়াড় সোলেমান চিল্লা এবং হালিম প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দিলে উল্লাসে মেতে ওঠে পৌরসভার হাজার- হাজার দর্শক।
এখেলার ম্যাচ অব দি ম্যাচ নির্বাচিত হন, সিরাজগঞ্জ পৌরসভার খেলোয়াড় মাহিন।
এখেলাটি পরিচালনা করেন, প্রধান রেফারি লিটন সেখ, সহকারী রেফারি এস.এম. রনি, রুবায়েত হাসান ও হাফিজুল ইসলাম।
এ খেলায় মনোমুগ্ধকর বিভিন্ন ভাষায় রম্যভাব ধারায় ধারা বর্ণনা করেন, খ্যাতিনামা ধারাভাষ্যকার খোরশেদ আলম ও ধারাভাষ্যকার প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। এসময়ে পুরো ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং সহকারী কমিশনারগণ, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এখেলায় আরও উপস্থিত থেকে দায়িত্ব ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সাধার সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা'র সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ খান হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম.রকিবুল হাসান রতন, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, সিরাজগঞ্জ পৌরসভা নির্বাহী মোঃ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সজীব সরকার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অন্যতম সদস্য সাবেক কৃতি ফুটবলার হেদায়েতুল ইসলাম ফ্রুট, ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য - মাহমুদুল হাসান খোকন, সাবেক কৃতি ফুটবলার এ.কে.এম ফরিদুজ্জামান স্ট্যালিন সহ অন্যান্যরা।