ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাহুলী শ্রীমাই ব্রীজের পাশে গত ১৪ই সেপ্টেম্বর(রবিবার)এক ব্যতিক্রমধর্মী"নাক ধরা মানববন্ধন কর্মসূচি"পালিত হয়।
পটিয়া সচেতন নাগরিক ফোরামের উদ্যেগে এই কর্মসুচি পালিত হয়।সংগঠনের আহবায়ক এডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুস্টিত"নাক ধরা মানববন্ধন কর্মসুচি" পরিচালনা করেন আলমগীর আলম।
উল্লেখ্য যে দীর্ঘদিন দিন পরে পটিয়া পৌরসভার দক্ষিণের শেষ সীমানায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সংলগ্ন পটিয়া পৌরসভা বিশাল ময়লা স্তুপ জমাট করে রাখে।
কক্সবাজার পর্যটকবাহী ট্রেন ও বাস চলাচল করে ঐ রাস্তা দিয়ে।ফলে ময়লা আর্বজনায় বিকট পচা র্দূগন্ধে এলাকাটি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়।কক্সবাজার পর্যটক,বিভিন্ন এলাকায় যাতায়াতকারী যাত্রীরা,স্হানীয় জনগণ নাক চেপে ধরে আসা যাওয়া করতে হয়।বিগত পৌর মেয়র আইয়ুব বাবুল থাকা আবস্হায় ময়লার স্তুপ রাখা হয়।শীঘ্রই ময়লার স্তূপ সরাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসুচি গ্রহণ করা হয়।সংগঠনের পক্ক হতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানকে স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হক মাস্টার, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক নুরুল আলম সওদাগর,প্রভাষক ফারুক আহমেদ রাজু, সদস্য রানা,এস এম আবু হেনা।যুব ফোরামের আহবায়ক মুনির উদ্দিন,মোহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরামের আহবায়ক নাফিজ করিম চৌধুরী, সচেতন যুব ফোরামের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন শিবলী,আমিন, ওয়াহিদ সহ প্রমুখ।