আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের নবাগত উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম মনজুরে মাওলা যোগদান করেন। এ উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে ক্রেস্ট ও প্রদান করা হয়।

বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন, সিরাজগঞ্জের আয়োজনে,মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের প্রশিক্ষণ হলরুমে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালকের নবাগত উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম মনজুরে মাওলা। এসময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রেজাউল হক, সাবেক অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মশকর আলী,অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ জেরিন আহমেদ, হটিকালচার সেন্টার খোকশাবাড়ী সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের কৃষি প্রকৌশলী কৃষিবিদ ফাতেমা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামিনুল ইসলাম, মোঃ আবু আওয়াল, মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, মোছাঃ ফাতেমা ইয়াসমিন স্মৃতি সহ জেলার সকল উপজেলার কৃষি অফিসারগণ,কর্মচারীরা উপস্থিত ছিলেন।