রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায়
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে "জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প" এর আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপ গঠন, এর সদস্যদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান। প্রধান অতিথি ছিলেন রূমা সাঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছোলজার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুকান্ত দেব, রেমাক্রি প্রাংসা উঃ উঈাঅইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম, রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ এদ্রিছ মিয়া, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী ফজলুল হক চৌধুরী, রুমা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হোফাইজা মাহমুদ এবং রেড ক্রিসেন্টের রুমা উপজেলা স্বেচ্ছাসেবক লিডার মোহাম্মদ আফছার উদ্দিন। কর্মশালা শুরুর আগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন মুজাহিদুল হক চৌধুরী। আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, সংক্রামক রোগের বিস্তার এবং জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা মোকাবিলায় স্থানীয়ভাবে দক্ষ ও সচেতন টিম গঠন করা অত্যন্ত জরুরি। এজন্য ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপ কার্যকর ভূমিকা রাখতে পারবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।