সম্পদ সামির সদর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় সেচ্ছাসেবী সংগঠন মানবিক বন্ধু ফাউন্ডেশন এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার খোকন পার্কে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি সাংবাদিক.মোঃ কামরুজ্জামান সম্পদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন ইসলাম হাবিবের সঞ্চালনায় কোরআন থেকে তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ সম্রাট প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম শেখ, সহ সাধারণ সম্পাদক মোঃ সাদ্দামুল ইসলাম, দপ্তর সম্পাদক মোছাঃ সাদিয়া আফরিন,জাকির হোসেন,সিজান শেখ,মোছাঃ জান্নাতুল আফরিন, মোস্তফা কামাল, সুমন ইসলাম, সাহাদত হোসেন সহ নেতৃবৃন্দ। এসময় দোয়ার মাধ্যমে আলোচনা সভা শেষ করা হয় এবং সদস্যদের নিজ অর্থায়নে শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।