ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ সাড়াঁশী অভিযান চালিয়ে আন্ত:জেলার চোর সদস্য, বিভিন্ন অপরাধের মামলার পলাতক আসামি ১২জনকে বিভিন্ন জায়গায় হতে আটক করতে সক্ষম হন।
পটিয়া থানার পুলিশ গত ১৯শে সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় সাড়াঁশী অভিযান পরিচালনা করেন। জিরি ইউনিয়নে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে চোরাইমাল সহ আটক করে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত জিরি মাদ্রাসার নির্মাণাধীন মসজিদের প্রায় ১লাখ ৩০হাজার টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়।এতে মাদ্রাসা কর্তপক্ষ পটিয়া থানায় একটি মামলা দায়ের করে।
সেই মামলার অভিযোগ সুত্রধরে পুলিশ অভিযানে নামে।এতে ফিরোজ (৩৩)ও ফারুক (১৯)নামের ২জন আন্ত:জেলার চোর সদস্য গ্রেফতার করে।তাদের দেয়া তথ্যনুযায়ী সিলিং রোজ,হোল্ডার, রাউন্ড কভার, ফিউজ কভার, সুইচ লকেট,বিভিন্ন রকমের মুল্যবান সরন্জাম পুলিশ উদ্ধার করে।
এছাড়া পুলিশ বিভিন্ন জায়গায় সাড়াঁশী অভিযান চালিয়ে দেশীয় চোর, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করে।ছিনতাই ও চুরি হওয়া মালামাল উদ্ধার করে
এ ব্যাপারে পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন,অভিযান চালিয়ে ২জন আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার করা হয়। তারা পেশাগত চোর,এদের বিরুদ্ধে প্রায় থানায় মামলা আছে। এছাড়া ছিনতাইকারী,ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ও গ্রেফতার করা হয়। এদেরকে আইনী প্রক্রিয়া শেষ করে আদালতে সোপর্দ করা হয়।আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।