আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি জে.সি রোডের বয়োবৃদ্ধ অসহায় শাহিদা বেগমকে স্বাবলম্বী করতে একটি ছোট মুদিদোকান উপহার দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিক্ষুক পূর্ণবাসন ও স্বাবলম্বীকরণ কার্যক্রমের ভিক্ষুকমুক্ত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর সহযোগিতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে - সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক -মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন এঁর নির্দেশনায়- বুধবার (২৪ সেপ্টেম্বর -২০২৪) উক্ত অসহায় শাহিদা বেগমকে মুদি দোকানটি হস্তান্তর করেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম , সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।
এই মানবিক কর্মসূচি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিক্ষুক পূর্ণবাসন ও স্বাবলম্বীকরণ কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ, যা দারিদ্র্য হ্রাস ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।