-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- সুস্থধারার সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমনগর বটতলা চারাগাছ এলাকায় সংগীত শিক্ষা বাউল একাডেমির শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাতে আলমনগর চারাগাছ এলাকার সংগীত শিক্ষা লালন একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের গোপালপুর উপজেলা সভাপতি মো: শাহানুর আহমেদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শ্রমিক দলের সভাপতি খন্দকার জামাল উদ্দিন জামালী।এছাড়াও অনুষ্ঠানে আরও
উপস্হিত ছিলেন বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যাপক কে.এম শামীম,টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো: নুরুল ইসলাম টিটু ,গোপালপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন, গোপালপুর উপজেলা জাসাস সদস্য মোঃ লিটন মিয়া,আলমনগর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ দুলাল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে
জাসাস সভাপতি মো: শাহানুর আহমেদ সোহাগ বলেন : " সুস্থধারার সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ সৃষ্টিতে জাসাস সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থাকবে। কোনো অপশক্তি যেন আমাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।গোপালপুরের যে কোনো কালচারাল প্রোগ্রাম যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সে বিষয়ে গোপালপুরের সকল সাহিত্য সারথীদের সাথে আলোচনা করে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা আশা করি গোপালপুরে এ ধরনের সংগঠন আরও বেশি বেশি সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে গোপালপুরকে সাংস্কৃতিক নগরীতে পরিচিত করবে। "
আলোচনা ও বক্তব্য শেষে
আজকের এই অনুষ্ঠানে নতুন এই সংগঠনের শিল্পীবৃন্দ বাউল গান, মা-মাটি-মানুষের গান পরিবেশন করে উপস্থিত সকল দর্শকদের হৃদয়-মন জয় করে নিতে সক্ষম হয়।