মোঃ আবু নাঈম রিপন নরসিংদী প্রতিনিধি:- নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের চন্ডবর্দী পূর্বপাড়ার তাইবুল মেম্বারের বড় ছেলে মরহুম হাসিবুল হাসান শান্ত বুধবার ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় নিজ বাড়ির পুকুরপাড়ে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বাদ এশার নামাজের পর তাঁর জানাজায় শরিক হন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব তোফাজ্জ্বল হোসেন মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী, শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃর্ধা, বিএনপির কেন্দ্রীয় কমিটির একরামুল আহসান মিন্টু, ভিপি তোফাজ্জ্বল প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ স্থানীয় হাজারো মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
তথ্যমতে তিনি ছিলেন ভদ্র, নম্র ও সুশীল স্বভাবের মানুষ। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।