বিশেষ প্রতিনিধি বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রামের শাহার আলী ওরফে ইউনুস আলী বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে সৌদি আরবে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে শুধু অর্থ আত্মসাতই নয়, রয়েছে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনুস আলী দীর্ঘদিন ধরে নিজেকে একজন প্রবাসী দালাল পরিচয়ে এলাকায় পরিচিত করতেন। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে অনেক দরিদ্র পরিবার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। তার কাছে পাসপোর্ট, কাগজপত্র ও টাকা জমা দিলেও কেউ বিদেশে যেতে পারেনি। বরং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে তিনি হঠাৎ করেই সৌদি আরবে পলায়ন করেন। এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস আলীর বিরুদ্ধে রয়েছে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ। প্রলোভন ও প্রতারণার মাধ্যমে তিনি একাধিক নারীকে ব্যবহার করেছেন বলেও জানা যায়। এসব ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের একজন বলেন, আমরা ধারদেনা করে ইউনুস আলীকে বিদেশে পাঠানোর জন্য টাকা দিই। কিন্তু সে এখন সৌদি আরবে গা ঢাকা দিয়েছে। আমাদের পরিবার এখন নিঃস্ব। এ বিষয়ে দেবডাঙ্গা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি জানান, ইউনুস আলীর প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই চলছিল। এলাকার লোকজন তাকে নিয়ে অনেক আগে থেকেই সন্দেহ করতেন। তবে এবার তার প্রতারণার বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে ইউনুস আলীকে দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতারণা, অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারিতে জড়িত ইউনুস আলীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে সর্বস্তর থেকে।