প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১:৪১ পূর্বাহ্ণ
প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বগুড়ায় মানববন্ধন

মো: আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া) : বগুড়ায় জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর বগুড়া জেলা শাখার উদ্যোগে “গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর, বগুড়া শহরের জুলাই স্তম্ভের সামনে কেন্দ্রীয় নির্দেশনায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শুব্বানের সভাপতি নাযীর আহমদ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর কেন্দ্রীয় শুব্বান বিষয়ক সেক্রেটারি শাইখ মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি মাদানী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শুব্বানের মজলিসে ক্বারারের সদস্য শাইখ হাফিয আব্দুর রউফ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।”তাঁরা সাম্প্রতিক প্রজ্ঞাপন প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জনমতের পরিপন্থী। এটি পতিত স্বৈরাচারের মতো একগুঁয়েমি আচরণের বহিঃপ্রকাশ। এ সিদ্ধান্ত কার্যকর হলে আগামী প্রজন্মের মধ্যে ধর্মহীনতার ব্যাপক বিস্তার ঘটতে পারে। মানববন্ধনে বিপুল সংখ্যক ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক প্রকাশিত ও সম্পাদিত