প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ণ
বগুড়ার সোনাতলায় ৩৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

গুলজার ক্রাইম রিপোর্টার: বগুড়া জেলার সোনাতলা থানার বোচারপুকুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম-‘ক’ অভিযান চালায়। এসময় একটি ইঞ্জিনচালিত ভ্যানের উপর ঘাসের মধ্যে বিশেষ কৌশলে পাচারকালে গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১ মো. আনিসুর রহমান শেখ (৩৫), পিতা মৃত চান্দু দফাদার, মাতা মোছা. আয়তন বেগম, গ্রাম কলাকাটা হামছাপুর, শালমারা ইউপি, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। ২ মো. ময়নুল হক (৩৩), পিতা মো. মোজাহার আলী, মাতা মোছা. মনোয়ারা বেগম, গ্রাম শালমারা মিরাপাড়া, শালমারা ইউপি, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। অভিযানকালে তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যান এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক আসামিদের বিরুদ্ধে সোনাতলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক প্রকাশিত ও সম্পাদিত