আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জুবায়ের আহমেদ (১৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে তার নিজ বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুবায়ের আহমেদ ওই গ্রামের শেখ মেহেদী হাসানের ছেলে। তার পরিবার দাবি করেছে, জুবায়ের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বলেন, “পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ থানায় আনা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয়রা জানান, জুবায়েরের মৃত্যু রহস্যে ঘেরা। পরিবারের দাবি আত্মহত্যা হলেও শরীরে আঘাতের চিহ্ন থাকায় গ্রামজুড়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অনেকেই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে নিহতের স্বজনরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।