আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ জেলা শহরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এই বিজয়া দশমীর দিনে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে করেন আনন্দ-উৎসব। নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে মা দুর্গার সপরিবারে আগামী বছর আবার আসবেন এই বিশ্বাসে অশ্রুসিক্ত নয়নে
বিকেলে দুর্গা মাকে বিদায় জানান সনাতন (হিন্দু ) ধর্মাবলম্বীরা ।
সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো বিসর্জনের উদ্দেশ্যে ট্রাকযোগে প্রতিমা যমুনা নদীতে যাওয়ার পূর্বে- সিরাজগঞ্জ শহরের চৌরাস্তার পাশে দাড়িয়ে বিসর্জন দেওয়ার পূর্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে এ শারদীয় দূর্গা উৎসব শুরু হতে প্রতিদিন পূজা মন্ডপ পরিদর্শন, খোঁজখবর নেওয়া , সার্বিকভাবে সহযোগিতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।
হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ -সিরাজগঞ্জ জেলা শাখা'র সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী মানিক সাহা, জেলা নেতা শ্রী রাজকুমার দাস, সদর উপজেলা সভাপতি শ্রী বিজয় দত্ত অলোক,সাধারণ সম্পাদক শ্রী জনি সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । প্রতিমা বিসর্জন কালে পুরো শহরের রাস্তার পাশে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ পুরো শহর ট্রাক যোগে প্রতিমা ঘুরিয়ে বিসর্জন দেওয়া হয় যমুনা নদীতে শৃঙ্খলাভাবে সুন্দর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে। এতে সহায়তা করে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সহ আনসার বাহিনী, বিএনপি'র স্বেচ্ছাসেবক টিম । ফলে বিভিন্ন সাবধানতা অবলম্বন এবং সবার সহযোগিতায় কোনো ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জন। এবার দেবী দুর্গা গজে মর্ত্যে আগমন করেছেন- দোলায় গমন করলেন।
