
নিজস্ব প্রতিবেদক : শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখাঁর চক মহল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিজ্জাকুল ইসলাম রাজু সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ও ভাঙচুরসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। তবে থানায় আনার সময় গ্রামের নারী-পুরুষরা পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার এবং হ্যান্ডকাফ উদ্ধার করতে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অভিযুক্ত রাজু কে গ্রেফতারে পুলিশ, র্যাবসহ অনন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান।