আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-শহিদ আবরার ফাহাদ এর স্মরণে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখার আয়োজনে, দোয়া- মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭অক্টোবর) সিরাজগঞ্জ সরকারি কলেজে জামে মসজিদ বাদ জোহরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার নবগঠিত আহ্বায়ক- এস.এম জুয়েল রানা, সদস্য সচিব - আরিফুল ইসলাম রানা,সিনিয়র যুগ্ম-আহবায়ক- রোমান আলিফ, যুগ্ম-আহবায়ক- ফয়সাল ইসলাম মারুফ, সৌমিক রেজয়ান সিয়াম, জাকারিয়া মেহরাব, আরমান হোসেন, মিনাল আহমেদ ঈদুল, নাজমুল হক মেহেদী, ওবায়দুল্লাহ, নাহিদুর রহমান, মনিরুল ইসলাম মনি, আকরাম হোসেন, রাকিব হাসান মারুফ, আশিকুর রহমান, ইলিয়াছ, আতিকুর রহমান, সদস্য টিএম শাকিল, সিয়াম হোসেন আবিদুর রহমান, মোবারক হোসেন, আবির হোসেন, রুবেল আলী সহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কলেজ জামে মসজিদের ইমাম।
জানা যায় যে, আবরার ফাহাদ সার্বভৌমত্বের প্রতীক ও আধিপত্যবাদবিরোধী চেতনার বাতিঘর ছিলেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ড
বুয়েটে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত হত্যাকান্ড। আবরার ফাহাদ হত্যাকাণ্ড বলতে ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার ঘটনাকে বুঝানো হয়। এইদিন আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোঁতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়। 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনের কারণে মারা যাওয়া বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক ও আধিপত্যবাদবিরোধী চেতনার বাতিঘর বলে মন্তব্য করেছেন লেখক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ছাত্র নেতৃবৃন্দরা।