আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায়- সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে জেলা পর্যায়ে মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ।
জেলা তথ্য অফিস সিরাজগঞ্জ এর আয়োজনে- বুধবার (৮অক্টোবর-২০২৫) বেলা১১সাড়ে দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে শাসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক, মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়,সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন, সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ ফারুক আহামেদ, ইউনিসেফ বাংলাদেশ, রাজশাহী এবং রংপুর বিভাগ, ফিল্ড অফিস চীফ এ.এইচ তৌফিক আহমেদ, ইউনিসেফ বাংলাদেশ ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ড. রেজাউর রহমান মিল্টন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন-অর- রশিদ খান হাসান প্রমুখ। এসময়ে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।