আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এতে বসতবাড়ি ও মাঠে শাকসবজি চাষের জন্য উপজেলার মোট ২৮০ জন কৃষক-কৃষাণীকে সহায়তা প্রদান করা হয়।
বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলকুচি উপজেলা কৃষি অফিস চত্বরে আগাম শীতকালীন বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুকান্ত ধর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, মোছাব্বিরুল ইসলামসহ কৃষি উপসহকারী কর্মকর্তারা এবং সুফলভোগী কৃষক-কৃষাণীরা।