আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধিঃ- ২০২৫-২৬ অর্থবছরের আওতায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে শীতকালীন শাকসবজির (হাইব্রিড ও ইনব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৪৮০ জন কৃষক এই সুবিধা পাচ্ছেন। এর মধ্যে বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি (উফশী) চাষে ১৫০ জন, মাঠে চাষযোগ্য হাইব্রিড লাউ চাষে ৪০ জন, হাইব্রিড জাতের বেগুন চাষে ১০০ জন, মিষ্টি কুমড়া চাষে ৯০ জন এবং শসা চাষে ১০০ জন কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রত্যেক কৃষককে বীজের পাশাপাশি ডিএপি ও এমওপি সার সরবরাহ করা হচ্ছে। আগাম সবজি চাষের জন্য প্রতি কৃষক পাচ্ছেন ৭ প্রকারের সবজি বীজ (মোট ৫০০ গ্রাম)। মাঠে চাষযোগ্য হাইব্রিড সবজির জন্য নির্ধারিতভাবে ৩০ থেকে ৪০ গ্রাম বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে প্রদান করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন,
কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আগাম মৌসুমে শাকসবজি চাষে উৎসাহিত করাই এই প্রণোদনার উদ্দেশ্য। এতে কৃষকেরা স্বাবলম্বী হবে এবং বাজারে আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
তিনি বলেন,আপনাদের যে সরকারি বীজ ও সার দেওয়া হয়েছে, তা সঠিকভাবে ব্যবহার করবেন। এতে আপনারা লাভবান হবেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা রাজীব রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাছান আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহেদী হাসান, জামাতের সেক্রেটারি মো. হেদায়েত উল্লাহসহ আরও অনেকে।
কৃষি বিভাগের এই উদ্যোগে উপজেলার কৃষকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।