আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনা ও তথ্যের ভিত্তিতে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন (পিপিএম)-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শারফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ডিবি অফিসার ও ফোর্স সদস্যরা সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
বুধবার, ২২ অক্টোবর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়াবদা বাজার এলাকায় মিনহাজ শেখের মুদি দোকান “ভাই ভাই স্টোর”-এর সামনের পাকা রাস্তায় একজন নারী মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকাল ৫টা ৫ মিনিটে অভিযানে গিয়ে মোছা. নিলা আক্তার কনা (২৫) নামে এক নারীকে আটক করা হয়। তার স্বামী মো. মুনসুর শেখ, পিতা মো. মজিবর রহমান। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর গ্রামে বসবাস করছেন, তবে তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলার গিধনীপাড়া গ্রাম।
আটকের সময় তার ডান হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে দুটি স্বচ্ছ পলিথিনে প্যাকেটকৃত অবস্থায় প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।