

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় পার্টনার প্রোগ্রাম এর আওতায় রোপা আমন ধানের কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনী (ব্রি ধান-১০৩) এর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পাইকশা ব্লকের বালুকোল গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন চন্দ্র বর্মন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকশা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জামতৈল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফেরদৌস আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বালুকোল গ্রামের প্রায় ৫০ জন কৃষক-কৃষাণী, যারা নতুন জাতের ধান চাষে আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আধুনিক জাতের রোপা আমন ধানের বীজ উৎপাদন প্রযুক্তি, রোগবালাই ও পোকামাকড় দমন পদ্ধতি, এবং বীজ সংরক্ষণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ বলেন,“পার্টনার প্রোগ্রামের মূল লক্ষ্য হলো খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।”
তিনি আরও জানান, এ লক্ষ্যে পার্টনার প্রোগ্রাম উচ্চফলনশীল ও বালাই সহনশীল ধানের জাতের প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের মধ্যে সম্প্রসারণে কাজ করছে।
ব্রি ধান-১০৩ একটি মেগা ভ্যারাইটি—এর ফলন বেশি এবং রোগবালাইয়ের আক্রমণ তুলনামূলক কম।
তিনি প্রদর্শনীভুক্ত কৃষকদের ব্রি ধান-১০৩ এর বীজ সংরক্ষণ করে পরবর্তী মৌসুমে স্থানীয় কৃষকদের মাঝে সম্প্রসারণের পরামর্শ প্রদান করেন।
এর আগে সিনিয়র মনিটরিং অফিসার লাহিড়ীবাড়ি পুষ্টি পিএফএস-এ কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছোট ধোপাকান্দি গ্রামে রোপা আমন ধানের আরেকটি কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
