আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা ও পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু সামা সেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিথুন, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, পলাশ সরকার এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সেখ ও সাংগঠনিক সম্পাদক শানিল সেখ।
এ সময় সয়দাবাদ ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।