বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর বদলগাছীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির দিকনির্দেশনায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মোস্তাফিজুর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইফতেখার আহমেদ (ইফতি)।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী সিহানুক, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাক হোসেন, মহিলা দলের নেত্রী হেনা আক্তার, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবজাল হোসেন ও বিএনপি নেতা বেলাল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন আওরঙ্গজেব চৌধুরী মানিক, আখেরি রবিউল আউয়াল, যুবদল নেতা সরদার আওরঙ্গজেব, নিয়ণ, বিএনপি নেতা রাজ্জাক, দিপু, সুহেল, সুমন, মুকুল, শরিফুল, আইজুল, অমর আলী ভুট্টু, বদলগাছী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আরিফুল, জিয়া সাইবার ফোর্স নেতা সাইদ আল সাহাফ, যুবদল নেতা রনি, তারিফুল, ফিরোজ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সামিউলসহ মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর মেরামতের দফাগুলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিকনির্দেশনা দেবে। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।