আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাজিপুর অফিসের উদ্যোগে গত বুধবার থেকে তিন দিনব্যাপী হাঁস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় “হাঁস পালন প্যাকেজ” অনুযায়ী এলাকার সুবিধাভোগী ৫৭৫টি পরিবারকে মাথাপিছু ১৩টি করে হাঁস এবং দুটি করে হাঁসা প্রদান করা হয়।
গত বুধবার ২৮৭ জন সুবিধাভোগীর মধ্যে এবং বৃহস্পতিবার একই সংখ্যক পরিবারের মধ্যে হাঁস বিতরণ সম্পন্ন হয়।
২৮ অক্টোবর বুধবার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা’র অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক টিকাদার ডাঃ নন্দ দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আনারুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।