আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সিরাজগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার (১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মিস তানজিমুন নাহিদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রেজওয়ানা ইসলাম।
এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সিরাজগঞ্জ জেলা সমবায় কার্যালয় ও উপজেলা সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সমবায়ীরা উপস্থিত ছিলেন।