নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সোমবার ( ০৩ নভেম্বর) সকালে নাটোর সদর ট্রাফিক অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগসহ শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।
তিনি ব্যারাক এলাকা পরিদর্শন করে ফোর্সদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি নাটোর বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশন এলাকায় যানজট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের ভ্রাম্যমান দোকান উচ্ছেদসহ জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন।
তিনি বলেন, “ট্রাফিক ব্যবস্থাপনা শৃঙ্খলার প্রতীক। জনগণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।”
পরিদর্শনকালে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) নাটোর মোঃ রেজাউল করিমসহ ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।