আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার তিনটি গ্রুপে সাত বিষয়ে মোট ৫১ জন বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জের আয়োজনে বুধবার ৫ নভেম্বর বেলা সাড়ে ১২টায় সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইসলাম মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. আজগর আলী, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম এবং সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. ইশারত আলী।
