আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে উম্মুল মোমিনিন হযরত আয়েশা (রাঃ) এঁর জীবনী ও কর্মশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে বৃহস্পতিবার ৬ নভেম্বর দুপুরে সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।
স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ আফসানা ইয়াসমিন বলেন, হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) ছিলেন হযরত আবু বকর (রাঃ) এর কন্যা এবং ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর তৃতীয় ও কনিষ্ঠ স্ত্রী। তিনি একজন প্রখ্যাত মুহাদ্দিছা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবতার কল্যাণে তাঁর অবদান ছিল অনন্য।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ হারুন অর রশিদ খান হাসান বলেন, উম্মুল মোমিনিন হযরত আয়েশা (রাঃ) ছিলেন একজন বিখ্যাত হাদীসবিশারদ এবং ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। নবী মুহাম্মদ (সাঃ) এর জীবদ্দশায় ও তাঁর ইন্তেকালের পরেও তিনি প্রাথমিক ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
