নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রামের মিরসরাইয়ে ছালা উদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান। এর আগে শুক্রবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ছালা উদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় পদে তার পরিচয় নিশ্চিত করে আহ্বায়ক মো. নুর উদ্দিন বলেন, কেউ ব্যক্তিগতভাবে অপরাধে জড়ালে তার দায়ভার সংগঠন বহন করবে না।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, ভোরবাজার এলাকায় অভিযান চালিয়ে ছালা উদ্দিনকে ইয়াবাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।