আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাটে নারকেল ও সুপারি চুরিকালে হাতেনাতে ধরা পড়ায় মালিক পরিবারের ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার গাংনী ইউনিয়নের মাতারচর এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাংনী মাতারচর গ্রামের নুর মোহাম্মদ শিকদারের ছেলে জামাল শিকদারের বাগানবাড়ি থেকে নারকেল ও সুপারি চুরি করে বস্তায় ভরছিলেন একই গ্রামের মৃত জালাল শেখের ছেলে দিদার শেখ (২২) ও সবুর শেখের ছেলে রবিউল (৩০)। এ সময় জামাল শিকদার ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেললে তারা জামালকে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে।
চিৎকার শুনে জামালের মা আমিরুন্নেসা ও স্ত্রী লিমা খানম এগিয়ে এলে তাদেরকেও মারধর ও লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে রবিউল জামালের স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জামাল শিকদার বলেন, “চুরির সময় ধরা পড়ে তারা আমাদের ওপর হামলা চালায়। আমার স্ত্রী ও মাকে মারধর করে গলার চেইন নিয়ে যায়। আমরা থানায় অভিযোগ করেছি এবং দোষীদের শাস্তি চাই।”
জামালের মা আমিরুন্নেসা ও স্ত্রী লিমা খানম একই অভিযোগ করে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মো. ফজলুল হক বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”