আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী-বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এঁর ঢাকা থেকে ১২ নভেম্বর-২০২৫ খ্রিঃ আগমন উপলক্ষ্যে- সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০নভেম্বর) বিকেলে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে উক্ত প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠানে- সভাপতিত্ব করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী এবং জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ একাব্বর আলী আকবর, মোফাজ্জল হোসেন মিঠুন প্রমুখ। এসময়ে কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হবিবুর রহমান হবি, সাবেক সহ-সভাপতি আজাদ কবীর পলাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক নূরুন্নবী সেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম খান, সাবেক ইউপি সদস্য ও থানা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ সহ কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ।