আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ শহরের শেরে বাংলা ফজলুল হক রোডের গোশালাতে- সেবার ব্রত নিয়ে মানুষের সঠিক, মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা নিশ্চিত করে সর্বদা পাশে থাকার অঙ্গীকার রখি নিয়ে- আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভূলভাবে রোগ নির্ণয়ের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে "সিটি কেয়ার (CITY CARE) হসপিটাল" এর উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হয়।
এ অনুষ্ঠানে সিটি কেয়ার হাসপাতাল এঁর চেয়ারম্যান এস.এম. আব্দুস সালাম মামুন।
শুক্রবার (১৪নভেম্বর-২০২৫) বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন কালে- মোঃ হাফিজুল জেমী (ট্রেজারীং ব্রেইন ফাউন্ডেশন ও ক্যান্সার ফাউন্ডেশন) সিরাজগঞ্জ সরকারি কলেজে'র উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ুন খালিদ, ডাঃ বাপ্পী, ডাঃ বিন্তু, ডাঃ পারভেজ, সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক মেহেদী হাসান, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী আঃ মতিন, আমরা সিরাজগঞ্জ ৮৬' মনজুর শাহীন, বিকেবি ডিগ্রি কলেজ সহযোগী অধ্যাপক সেলিম রেজা, শিব্বির জামান (এমডি), দীপক কুমার সাহা বাপ্পী, ডাঃ সন্দীপ তালুকদার, শহীদুল ইসলাম, জুনায়েদ আহমেদ, নাজমুল ইসলাম, কারামা সলিডারিটি বাংলাদেশ বেলজিয়াম ভিত্তিক দাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল, সাংবাদিক হীরক গুণ প্রমুখ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। এই সিটি হাসপিটালের আন্তঃবিভাগ সেবাগুলোর মধ্যে রয়েছে, রোগীদের জন্য ১০ শয্যা, প্রসুতি, গাইনি, শিশু রোগ, মেডিসিন, সার্জারি, ইউরোলজীও নেফ্রোলজী, অর্থোপেডিক্স ও ট্রমা, নাক, কান গলারোগ, মেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন, চর্ম ও যৌন রোগ, ডায়াবেটিস ও হরমোন চিকিৎসা, নবজাতক ও শিশরোগ মানসিক রোগ, কার্ডিওলজি (হৃদরোগ) পেইন, নিউরো মেডিসিন সুচিকিৎসা ও সেবা করা হয় । অত্যাধুনিক কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সেবাও। জরুরি সেবার মধ্যে রয়েছে, যেকোনো কাটাছেড়ার চিকিৎসা, ড্রেসিং করা, নেবুলাইজেশনসহ অন্যান্য সেবা। সিজারিয়ান ডেলিভারি, এপেনডিসাইটিস, হার্নিয়া, পাইলস, ফিস্টুলাসহ বিভিন্ন ধরনের অপারেশন কার্যক্রম করা হবে । এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষাসহ অন্যান্য সব সেবা থাকছে। "সিটি হসপিটাল" একটা সেবামূলক প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও, অসহায় মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতা, অসহায়, প্রতিবন্ধী গরিব-দুঃখী মানুষের সেবা করাই এই হাসপাতালের লক্ষ্য ভূমিষ্ট শিশু ও তার মা সারাজীবন ৫০% ডিসকাউন্ট, নভেম্বর-২০২৫ খ্রিঃ মাসব্যাপী সকল প্যাথলজীক্যাল পরীক্ষায় ৫০%। এখানে স্বল্পমূল্যে এই এলাকা ও আশপাশের এলাকার মানুষ চিকিৎসা নিতে পারবেন।