আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী'র ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দোয়া-মোনাজাত এবং খাবার পরিবেশন করা হয়। মওলানা ভাসানী কলেজের আয়োজনে সোমবার (১৭ নভেম্বর ২০২৫ খ্রি.) বেলা সাড়ে ১১টায় মওলানা ভাসানী কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আকমল হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল; দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ; সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, নবীন চন্দ্র কর্মকার, সুমিলা রহমান; প্রভাষক শামীমা ইয়াসমিন শীলা, সাইফুল ইসলাম; অভিভাবক সদস্য খাদেমুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক সাদরিল আমিন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।