আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- ২০২৫-২০২৬ অর্থ বছরের রবি মৌসুমে বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক–কৃষাণীদের মাঝে উচ্চ ফলনশীল ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে দুই হাজার পাঁচশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক–কৃষাণীর মাঝে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া, প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন প্রমুখ।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলিমসহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
