আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ. আফরোজা আখতার দায়িত্ব গ্রহণের একদিন পরই অফিসের বাইরে প্রথম জনসেবামূলক কার্যক্রমে অংশ নিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুকদেবপুর ও সুপারিঘাটা এলাকায় শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
রাতের গভীরে হঠাৎ জেলা প্রশাসককে দরজায় দেখে স্থানীয়রা বিস্মিত ও আনন্দিত হন। নিম্নআয়ের শ্রমজীবী মানুষ, ভ্যানচালক এবং শীতবস্ত্রবঞ্চিত অসহায় বাসিন্দাদের হাতে তিনি নিজেই কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরদিন মঙ্গলবার (১৮ নভেম্বর) তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।