আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ শিয়ালকোলে বাল্যবিয়ে প্রতিরোধে স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়।
শনিবার (২২নভেম্বর-২০২৫ খ্রিঃ) বিকেল৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চকশিয়ালকোল সাত্তার সেখের বাড়ি ২য় মাসের সেশন আমরা শক্তি আমরা বল পর্ব-২ , অনুষ্ঠানে সেশনটি পরিচালনা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার (সেলপ), মো: মাসুদ রানা। উক্ত সেশনে- সুখী ও সুন্দর ভবিষ্যতে জন্য বাল্যবিয়ে নয়, প্রয়োজন শিক্ষা ও কাজের সুযোগ, বাল্যবিয়ের ফলে শারীরিক ও মানসিক যৌন ও অর্থনৈতিক ক্ষতিসমূহ চিন্হিত করতে পারবে। সেশনটি সহযোগিতা করেন সিও (সেলপ) নূরে জান্নাত।
