আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:- সাতক্ষীরা–২ (সাতক্ষীরা–দেবহাটা) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলীমের মনোনয়ন দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা–খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকা থেকে তার সমর্থকেরা মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের শিল্পী স্কুলের সামনে দিয়ে মেঘনার মোড়ে গিয়ে শেষ হয়।
মেঘনার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা–২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে অবশ্যই আব্দুল আলীমকে ঘোষণা করতে হবে। আব্দুল আলীম ছাড়া অন্য কাউকে বিএনপির নেতাকর্মীরা মেনে নেবেন না। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন বহিষ্কৃত নেতা—বহিষ্কৃত নেতার কাছে ধানের শীষ প্রতীক বেমানান। তাই তার মনোনয়ন বাতিলের দাবিও জানান বক্তারা।
বক্তারা ৩৭ বছর ধরে সফল ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী আব্দুল আলীমের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়ার জোর দাবি জানান।
তারা আরও বলেন, দলের সুখ–দুঃখে সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন আব্দুল আলীম। শুধুমাত্র তাকেই সামনে রেখে সাতক্ষীরা–২ আসনে ধানের শীষের বিজয় অর্জন করা সম্ভব। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত সদস্য সচিব এবং দীর্ঘ ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন। দলের দুর্দিনে শত জুলুম–নির্যাতনের মুখেও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন।
বিএনপি নেতাকর্মীরা বলেন, লাবসা ইউনিয়ন থেকে ১৯৮৮ সাল থেকে টানা ৩৭ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আব্দুল আলীম। এমন একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতাকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি বিএনপির ভরাডুবির কারণ হয়ে দাঁড়াতে পারেন।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন—সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সদস্য আতিয়ার রহমান, ঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মজনু, বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন মন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল গনি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান ও সাধারণ সম্পাদক নাসিম বিল্লাহ, বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী বুলু ও সাধারণ সম্পাদক তজিবুর রহমান টুটুল, বাশদা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম।
এ ছাড়া ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক বজলু রহমান (মেম্বার), শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক টুটুল হোসেন, ঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ–সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরবসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী মিছিলে অংশ নেন।