আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহর বিএনপির আওতাধীন ১ নং ওয়ার্ডের মাছুমপুরে মহিলাদের উঠোন বৈঠক ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর ১ নং ওয়ার্ড, মাছুমপুর মধ্যেপাড়ায় উক্ত মহিলাদের নিয়ে উঠোন বৈঠক ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম ফুট্র, সহ দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, শহর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম কারেন্ট, জেলা তাঁতীদলের সদস্য সচিব হাসিনুর রহমান হাসি, পৌর ১ নং ওয়ার্ড (মাছুমপুর-মাহমুদপুর) বিএনপির সভাপতি জায়েদ ইবনে হাসু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগমসহ অন্যান্য নারী নেতৃবৃন্দ এবং শত শত মহিলারা।

