নিজস্ব প্রতিবেদক:- বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ক্যালিয়া ইঞ্জিনিয়ারিং একাদশ ও দুরন্ত একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম শওদাগর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ লিটন শেখ বাঘা এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, শ্রমিক নেতা সেলিম মন্ডল, কাজী সোবাহান, সাদেক আলী, মাসুদ মন্ডল, আবু রায়হান, আনোয়ার হোসেন, বি.এম. বকুল মোল্লা, নূর আমিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ সুলতান পশারী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মিঠু রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রানু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশিদ রতন, প্রচার সম্পাদক আমিনুর ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাবু, সমাজকল্যাণ সম্পাদক রিপন ফকির, ধর্মীয় সম্পাদক শাওন ইসলাম এবং কার্যকরী সদস্য মোঃ রতন ও আব্দুল কাদের প্রমুখ।
টুর্নামেন্টকে ঘিরে শ্রমিক ইউনিয়নের সদস্যসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শ্রমিকদের মাঝে ভ্রাতৃত্ব, সুসম্পর্ক ও সুস্থ বিনোদনের পরিবেশ আরও বেগবান হবে।
