মোঃ বুলবুল আহম্মেদ বুলু, নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর বদলগাছীতে বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মিঠাপুর ইউনিয়নের ভেরেন্ডি হাফেজিয়া কওমী মাদ্রাসায় মিঠাপুর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে আজীবন নিজেকে উৎসর্গ করেছেন, তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য হৃদয়ভরা প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন হাসান (মামুন), বদলগাছী উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা যুবদল নেতা আব্দুর রউফ, নওগাঁ জেলা ও বদলগাছী উপজেলা শাখা জিয়া সাইবার ফোর্সের সাবেক আহ্বায়ক সদস্য মোঃ রুবেল হোসেন, বদলগাছী উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মেহেদী হাসান এবং ভেরেন্ডি হাফেজিয়া কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা মুনিরুজ্জামান।
স্থানীয় বিএনপি নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শেষ হয়।
