জহুরুল ইসলাম জুয়েল, গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বাংলাদেশের সকল দেশবাসী এবং বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রবাসী ভাই-বোনদের জানাই মহান বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৬ ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এই দিনে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।
এই শুভক্ষণে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবিসংবাদিত নেতৃত্বে জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির মহান সংগ্রামে। গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেই সকল ত্রিশ লক্ষ শহীদ এবং সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই লাল-সবুজের পতাকা। সশ্রদ্ধ সালাম জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে, যাঁরা জীবন বাজি রেখেছিলেন প্রিয় মাতৃভূমির জন্য।
প্রবাসে থেকেও আমরা সবসময় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেদের নিয়োজিত রেখেছি। জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে প্রবাসীরাও এক অগ্রণী সৈনিক।
আমি প্রত্যাশা করি, বিজয়ের এই আনন্দময় দিনে আমরা সবাই বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। সমৃদ্ধির পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলুক আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
শুভেচ্ছান্তে,
জহুরুল ইসলাম জুয়েল
বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজ সেবক
রোম, ইতালি