আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ শহরের সুনামের একমাত্র রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নানা আয়োজনে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পালন করা হয়।
মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও কুচকাওয়াজের আয়োজন করা হয়।
সকাল ১০টায় কলেজের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পরে দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর এইচ.এম. ইদ্রিস। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানে কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রীরা এবং অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।