সাদ্দাম হোসেন বরিশাল:-বরিশালের কাউনিয়া থানা এলাকা থেকে মোছাঃ ছালেকা বেগম (৪৭) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকাউয়া নয়ানী গ্রামের মালিবাড়ীর বাসিন্দা।
নিখোঁজ ছালেকা বেগমের পিতার নাম আঃ রব হাওলাদার, মাতার নাম নূরজাহান বেগম এবং স্বামীর নাম মোঃ হারুন হাওলাদার। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তার ছেলের নাম মোঃ ইমরান হাওলাদার।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৬টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন দিন ভাটিখানা জোর মসজিদ এলাকার জামাইয়ের বাসা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নারীর শারীরিক বর্ণনা অনুযায়ী—
চুল: কালো ও লম্বা
গায়ের রং: ফর্সা
উচ্চতা: চার ফুট চার ইঞ্চি
ওজন: আনুমানিক ৫৫ কেজি
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) নিখোঁজের বিষয়টি জানিয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর—৭৯৮।
নিখোঁজ ছালেকা বেগমের সন্ধান পাওয়া গেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—
যোগাযোগ:
ছেলে: মোঃ ইমরান হাওলাদার
মোবাইল: ০১৭০৩০৭৯৪৩৮
জামাই: মোঃ রিপন হাওলাদার
মোবাইল: ০১৭৩৬৯৪৮৬৫৬